যে কোনো লেখাকে কন্ঠস্বরে রুপান্তর করার কয়েকটি ওয়েব টুল
কেমন হয় যদি কোন লেখাকে লিখিতভাবে না পড়ে কোন online টুল অথবা সফটঅয়্যারের সাহায্যে অডিও শোনেন।খুবই মজার ব্যাপার।হ্যা,অনলাইনে এমন কিছু website আছে যারা আপনাকে ফ্রিতে টেক্ট বা লেখাকে অডিও আকারে শোনাবে।তাদের বেশীরভাগই online এবং offline দু ধরনের service দিয়ে থাকে অর্থাৎ আপনি তাদের সাইট থেকেই সরাসরি কোন লেখার অডিও শুনতে পারবেন অথবা তাদের দেওয়া সফটঅয়্যার ডাউনলোড করে সফটঅয়্যারের সাহায্যে শুনতে পারবেন।আপনি সেই সাইটগুলোর কোন কোনটিতে অডিও ফাইলের গতি কম কিংবা বেশী নির্ধারন করে দিতে পারেন আপনার সুবিধামত।আপনি ইচ্ছে করলে মহিলা ক্ন্ঠ অথবা পুরুষ কন্ঠ আপনার যেটা খুশি সেভাবেই শুনতে পারবেন।তাদের কোন কোন সাইটের অডিও কন্ঠ খুবই ন্যাচারাল মনে হবে সত্যিই কোন মানুষ আপনার হয়ে আপনাকে পড়ে শোনাচ্ছে।আপনি অনলাইনে কোন কিছু পড়তে চাচ্ছেন?সেই লেখাগুলো কপি করে নিদিষ্ট জায়গায় পেস্ট করে শুনতে পারেন অথবা নিতান্তই শখের বসে এই অনলাইন টুলগুলো ব্যবহার করে দেখতে পারেন।তাহলে আসুন পরিচিত হয়ে নেই এইসব অনলাইন টুলগুলোর সঙ্গে।
টেক্সট টু স্পীচ অনলাইন টুলসমূহের ওয়েব ঠিকানা:
*আই এম ট্রান্সলেটর
*আই স্পীচ
*আইভনা
*টেক্ট টু স্পীচ
*ন্যাচারাল রিডারস
*ইয়াকীটুমী
*স্পোকেন টেক্ট
*কন্ট্রোল কিউ
তাহলে উপভোগ করুন টেক্সট টু স্পীচ অনলাইন টুলসমূহ!
0 Comment "যে কোনো লেখাকে কন্ঠস্বরে রুপান্তর করার কয়েকটি ওয়েব টুল"
Post a Comment