গলায় মাছের কাটা আটকে গেছে তাহলে দেখুন পবিত্র আল-কুরআনের মুযিযা

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
/
/
/
আশা করি সবাই ভালো আছেন। 
/
/
এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে।
!
!
!
কথায় আছে আমরা "মাছে ভাতে বাঙালী" তাই গলায় মাছের কাটা আটকায় নাই এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রাচীন একটি কথা আমরা প্রায়ই শুনি গলায় মাছের কাটা আটকে গেলে বিড়াল-র পা ধরতে তাহলে নাকি গলার কাটা নেমে যাবে। আদৌ কি তা হয়? আবার নেটে দেখি লেবুর রস খেলে নাকি গলার কাটা নরম হয়ে নেমে যায় সত্যিই কি তাই হয় আপনাদের কি হয়েছে? হয় নাই কারণ ওটা কোন সমস্যার সমাধান দিতে পারে না। আরো আমাদের মাঝে তখন হা-হুতাশ শুরু হয়ে যায়।
মাছের কাটা আটকে গেলে হতাশ হওয়ার কিছু নাই। আমি আপনাদের মাঝে আজ একটি আয়াত তুলে ধরবো যে আযাতটি পড়ার সাথে সাথে আল্লাহর রহমতে গলার কাটা নেমে যাবে। ৫৬: সূরা ওয়াকিয়াহ: আয়াত নং- ৮৩
فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
উচ্চারণ: "ফালাও লা ইযা বালাগাতিল হুলক্বুম"
অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।
আয়াতটি মুখস্ত করে আমল করতে থাকুন আর দেখুন কুরআন-র মুযিযা।
কোন প্রকার ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর কোন বিষয় না বুজতে পাড়লে আমাকে জানাবেন।
আল্লাহ হাফেজ।

0 Comment "গলায় মাছের কাটা আটকে গেছে তাহলে দেখুন পবিত্র আল-কুরআনের মুযিযা"

Post a Comment