কম্পিউটারে কি এন্ড্রয়েড আপ্লিকেশন চালানো সম্ভব? হা সম্ভব। কিভাবে?
সেই প্রস্নের উত্তর নিয়েই আজকের পোস্ট।
চলুন শিখেফেলি কিভাবে এন্ড্রয়েড আপ্লিকেশন কম্পিউটারে চালানো সম্ভব।
একটি ছোট্ট সফটোয়্যার দিয়েই সম্ভব। এই সফটওয়্যস্র টির নাম ব্লু স্ট্যাকস । এটা মূলত একটি এপ প্লেয়ার ।
ব্লু স্ট্যাকস চালালে মনে হবে যে এটি আসলেই আপনার একটি এন্ড্রয়েড মোবাইলের প্লে স্টোর/এপ স্টোর । এই সফটওয়্যারটি চালানোর জন্য প্রয়োজন শুধুমাত্র
অপারেটং সিস্টেম যা হতে হবে উইন্ডোজ সেভেন,এক্সপি,এইট কিংবা ম্যাক । এটার ভাষা ইংলিশ তাই বুঝতে কোনো সমস্যা নেই । আর অবশ্যই এটি ফ্রীওয়্যার ।
চালানুর পদ্ধতিঃ
১) প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন ।
ডাউনলোড ওয়েবসাইট লিঙ্কঃ http://www.bluestacks.com/
সরাসরি ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন
2. ইন্সটলেশন শেষেসে ওপেন করুন।
৩) নির্দেশণা অনুসরন করুন। কিছু এপস দেয়া আছে। ক্লিক করে এগুলো চালু করা যায়।
৪) Android apps গুলো .apk ফরম্যাটে হয়ে থাকে। তাই আপনি সার্চ দিয়ে ডাউনলোড লিংক খুঁজে বেরকরে নিন।
এন্ড্রয়েড গেমস এর জন্য...
১. ডাউনলোড এর পর ফাইলের উপর মাউস কার্সর রেখে রাইট বাটনে চেপে open with এ ক্লিক করুন।
২. ব্রাউজ করে c ড্রাইভের প্রোগ্রাম ফাইলস এ গিয়ে BlueStacks App Player সফটওয়্যারটি ইন্সটল করেছেন সেখানে গিয়ে HD-ApkHandler সিলেক্ট করুন । এবার দেখুন গেমটি ইন্সটল শুরু হয়েছে।
0 Comment "কম্পিউটারে চালান অ্যান্ড্রয়েড এপস "
Post a Comment